ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১ ১৪৩২

গোপালগঞ্জ নিয়ে ইলিয়াস হোসেনের ফেসবুক পোস্ট, যা বললেন  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৫৩ পিএম, ১৫ মে ২০২৫ বৃহস্পতিবার | আপডেট: ০৪:৫৬ পিএম, ১৫ মে ২০২৫ বৃহস্পতিবার

গোপালগঞ্জ বাইরের কোন অংশ নয় যে সেখানে অন্য আইন চলবে বলে মন্তব্য করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। বৃহস্পতিবার (১৫ই মে) নিজের ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন ইলিয়াস।

ইলিয়াস তার ফেসবুক পোস্টে বলেন, গোপালগঞ্জে নি'ষিদ্ধ ঘোষিত সংগঠন প্রকাশ্যে মটর সাইকেলে করে মিছিল করেছে৷ ২৪ ঘন্টার মধ্যে ওদের সবাইকে গ্রে'ফতার করতে হবে৷ তা  না হলে মনে করবো ওই জেলার এসপি-ডিসি এবং সে'নাবাহিনীর লোকজন এর সাথে জড়িত উল্লেখ করে তিনি আরো বলেন গোপালগঞ্জ বাইরের কোন অংশ নয় যে সেখানে অন্য আইন চলবে৷ 

এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর দলটির নেতাকর্মীরা দেশে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেন ইলিয়াস হোসেন। এই পরিস্থিতিতে গতকাল রাতে রাজনৈতিক দলগুলোর প্রতি সতর্কবার্তা দিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেন তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট করেছেন। 
তারপাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো:

ইলিয়াস হোসেন বলেন, ‘খুব গভীর একটি ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর দেশের রাজনীতিকে অস্থিতিশীল করার জন্য বর্তমান রাজনৈতিক দলগুলোর মধ্যে একে অপরের বিরুদ্ধে পরিকল্পিত কোন্দল তৈরি করা হচ্ছে। এর জন্য জামাত-শিবিরের কর্মীদের নামে ফেইক আইডি খুলে বিএনপির বিরুদ্ধে অশ্লীল মন্তব্য এবং পোস্ট করা হচ্ছে। একইভাবে, বিএনপির কর্মীদের নামে ফেইক আইডি খুলে জামাত-শিবিরের বিরুদ্ধে অপ্রীতিকর পোস্ট এবং মন্তব্য ছড়ানো হচ্ছে। হারপিক মজুমদারের (নিঝুম মজুমদার) একটি গ্রুপ থেকে এই কোন্দল ছড়ানোর পরিকল্পনা করা হচ্ছে, যেখানে আওয়ামী/ছাত্রলীগ এবং সিআরআইয়ের কিছু সদস্য অংশগ্রহণ করছে। তাদের অভ্যন্তরীণ একটি গ্রুপে এই ষড়যন্ত্রের বিষয়টি আমি জানতে পেরেছি। তাই বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের সতর্ক থাকার অনুরোধ করছি।’

এসএস//