সাঘাটায় বিদুৎস্পৃষ্টে চাচা-ভাতিজাসহ ৩ জনের মৃত্যু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:০৪ পিএম, ১৫ মে ২০২৫ বৃহস্পতিবার

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা-ভাতিজাসহ তিনজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে উপজেলার কামালের পাড়া ইউনিয়নের কামালের পাড়া গ্রামের পশ্চিম পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার কামালের পাড়া গ্রামের একরাম আলীর ছেলে মোশারফ হোসেন (২৮), মৃত সাহেব আলীর ছেলে আফজাল হোসেন (৫৫) এবং মকবুল হোসেনের ছেলে মোহাম্মদ মিলন মিয়া (২৫)। তাদের মধ্যে আফজাল হোসেন ও মিলন মিয়া সম্পর্কে চাচা-ভাতিজা।
স্থানীয়রা জানান, মিলন মিয়ার বাড়িতে পল্লী বিদ্যুতের খোলা তারের সংযোগ ছিল। কিন্তু মিলন মিয়া তা জানতেন না। দুপুরে মিলন মিয়া ঘরের চালে ময়লা পরিষ্কার করার জন্য উঠলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে আফজাল হোসেন এবং পরে মিলন মিয়া একে একে বিদ্যুতায়িত হন। তিনজনই ঘটনাস্থলে গুরুতর আহত হন।
স্থানীয়দের সহযোগিতায় আহতদের দ্রুত সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কামালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহিনুর ইসলাম সাজু জানান, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। বিদ্যুৎ সংযোগে ত্রুটি থেকে এমন দুর্ঘটনা ঘটবে কেউ ভাবেনি। একসঙ্গে তিনজন প্রাণ হারানোয় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাদশা আলম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে। এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।
এমবি//