দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ স্থগিত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৪৪ পিএম, ১৫ মে ২০২৫ বৃহস্পতিবার

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার (১৫ মে) ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করার কথা ছিল বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর। তবে সেটি স্থগিত করেছে দিল্লি। কী কারণে স্থগিত করা হয়েছে, সেটি জানা যায়নি।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, বাংলাদেশের হাইকমিশনারের বৃহস্পতিবার পরিচয়পত্র পেশ করার কথা ছিল। তবে শেষ মুহূর্তে দিল্লির পক্ষ থেকে পরিচয়পত্রের আনুষ্ঠানিকতা স্থগিত করা হয়।
এ বিষয়ে বাংলাদেশের হাইকমিশনার এবং দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টারের কাছে জানতে চেয়ে কিছুই পাওয়া যায়নি।
কূটনীতিক রিয়াজ হামিদুল্লাহ নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়ে গত ৭ এপ্রিল ভারতের নয়াদিল্লিতে যান। তিনি সাবেক হাইকমিশনার মোস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হন।
এসএস//