রাজধানীতে কৃষ্ণচূড়া উৎসবে মেতে উঠলেন প্রকৃতিপ্রেমীরা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৫১ পিএম, ১৭ মে ২০২৫ শনিবার

রাজধানীর জিয়া উদ্যান সংলগ্ন সড়কে প্রকৃতিপ্রেমীরা চতুর্থবারের মত মেতে উঠেছিলেন কৃষ্ণচূড়া উৎসবে। ২০২২ সাল থেকে এই উৎসব হয়ে আসছে।
শুক্রবার এই উৎসবে মেতে উঠেছিলেন প্রকৃতিপ্রেমীরা।
আয়োজকরা জানান, সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে কিছু ফুলপ্রেমী মানুষ শুরু করেছেন এই কৃষ্ণচূড়া উৎসব।
এই উৎসবের একজন আয়োজক রাজীব রানা দাশ বলেন, জাপানে যেমন সাকুরা ফেস্টিভ্যাল হয় ঠিক তেমনি আমাদের দেশেও বর্ণিল বৈশাখে বিভিন্ন ফুলের যে সমাহার দেখা যায় সেসব নিয়ে উৎসব হতে পারে৷
আয়োজক মাকসুদা লিজা ও ফকরুল ইসলাম জানান, এই আয়োজন তারা দেশব্যাপী ছড়িয়ে দিতে চান।
সমমনা প্রকৃতিপ্রেমী মানুষেরা একত্রিত হয়ে গান, আবৃত্তি আর ফুলের সাথে ছবি তোলার মধ্য দিয়ে উদযাপন করেন কৃষ্ণচূড়া উৎসব ২০২৫।
এএইচ