আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা বাসে রহস্যজনক আগুন
সাভার প্রতিনিধি
প্রকাশিত : ১০:৫৩ এএম, ১৯ মে ২০২৫ সোমবার

আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা একটি বাসে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধ ঘন্টার চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে।
রোববার রাত ১২টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের নতুন ডিইপিজেডের বিপরীত পাশে চন্দ্রাগামী লেনে লাব্বাইক পরিবহনের একটি বাসে এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, রাতে নতুন ইপিজেডের বিপরীত পাশে বাসটি থামিয়ে কয়েল কিনতে যায় বাসের স্টাফরা। কয়েল কিনে ফিরে এসে দেখেন বাসটিতে দাউদাউ করে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তৎক্ষণাৎ রহস্যজনকভাবে এ আগুন লাগার কারণ না জানা গেলেও অসাবধানবশত ফেলে দেওয়া সিগারেটের অংশ হতে অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের।
এএইচ