ঢাকা, সোমবার   ১৯ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ৫ ১৪৩২

ইশরাক সমর্থকদের ‘ব্লকেডে’ রাস্তা বন্ধ, নগর ভবনে তালা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৫৮ পিএম, ১৯ মে ২০২৫ সোমবার | আপডেট: ০৪:২৮ পিএম, ১৯ মে ২০২৫ সোমবার

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে সোমবার টানা ষষ্ঠ দিনের মতো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন তার সমর্থকরা।

সোমবার সকাল দশটার দিকে নগর ভবনের মূল ফটকে তালা দিয়ে সড়কে অবস্থান নেন তারা। এতে সড়কটিতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্ততে পড়েন পথচারীরা।

সরেজমিনে দেখা যায়, নগর ভবন ও গোলাপ শাহ মাজার–সংলগ্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করেও স্লোগান দেন আন্দোলনকারীরা।

এদিকে, দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা।

"এখন পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছি। এরপরও যদি দাবি মেনে নেওয়া না হয়, তাহলে ঢাকাবাসীকে সাথে করে নিয়ে ঢাকা শহর অচল করে দেওয়া হবে," বলছিলেন একজন বিক্ষোভকারী।

বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করে গত ২৭ মার্চ রায় দেয় ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনাল। এরপর ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

কিন্তু প্রজ্ঞাপন জারির দু্ই সপ্তাহ পরও তাকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় গত বুধবার থেকে নগর ভবনের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে আসছেন তার সমর্থকরা।

এএইচ