এনবিআরের বিভাজন বহাল থাকবে: অর্থ উপদেষ্টা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:১৮ পিএম, ২০ মে ২০২৫ মঙ্গলবার | আপডেট: ০৮:২৬ পিএম, ২০ মে ২০২৫ মঙ্গলবার

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আগের মতোই দুই বিভাগে বিভক্ত থাকবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, এনবিআরকে দুই ভাগে বিভক্ত করার বিষয়ে যে ভুল বোঝাবুঝি ছিল, তা এখন কেটে গেছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংক্রান্ত গেজেট বাজেটের পর দ্রুত প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২০ মে) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে এনবিআরের কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এই কথা জানান।
তিনি বলেন, আমরা ২ জুন বাজেট দেব, এরপর এটা নিয়ে কাজ হবে। এনবিআর পৃথক বিষয়টি বাস্তবায়নের পর্যায় আছে, অনেক কাজ আছে এসব নিয়ে। সে সময় আমরা দেখবো কতটুকু তাদের দাবি নেয়া যায়। প্র্যাকটিক্যাল ইস্যুতে দশ ও দেশের স্বার্থে, ব্যবসার স্বার্থে আমরা যেটাকে অনুমোদন করেছি সেটা রাখবো। কিন্তু তাদের বিষয়গুলো- বিধি হোক আর যেভাবেই হোক, সেটা করতে আমরা চেষ্টা করব।
এ বিষয় নিয়ে তাদের সঙ্গে আর কোনো বৈঠক হবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তাদের সঙ্গে ফরমালি আর কোনো আলোচনা হবে না। তাদের যে উপদেষ্টা কমিটি আছে, তারা তাদের সঙ্গে আলাপ করে এটা করবে।
অর্থ উপদেষ্টা বলেন, এনবিআরকে পৃথক বিভাগ হিসেবে গঠন করতে হলে কিছু ধাপ ও কাজ রয়েছে। আমরা দেখবো তাদের দাবিগুলো কতটা নেওয়া যায়। বাস্তবতা, দেশের স্বার্থ ও ব্যবসার প্রয়োজন বিবেচনায় যেটা অনুমোদন করেছি, সেটা থাকবে। তবে তাদের দাবিগুলো বিধিমালা বা অন্য কোনো উপায়ে বাস্তবায়নের চেষ্টা করবো।
তিনি আরও বলেন, তাদের (আন্দোলনকারী) সঙ্গে আর ফরমালি কোনো আলোচনা হবে না। উপদেষ্টা কমিটি আছে, তারা তাদের সঙ্গে আলাপ করে বিষয়টি এগিয়ে নেবে। আজকের বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানান তিনি।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান, এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানসহ অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এনবিআর চেয়ারম্যান বলেন, উপদেষ্টারা কর্মকর্তাদের বক্তব্য শুনেছেন এবং এখন মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত কার্যকর করার কাজ শুরু হবে।
উল্লেখ্য, ১২ মে জারি করা এক প্রজ্ঞাপনে এনবিআরকে দুই ভাগে বিভক্ত করা হয়। এতে অনেক কর ও কাস্টমস ক্যাডার কর্মকর্তা নিজেদের বঞ্চিত ও নিয়ন্ত্রণাধীন মনে করে কলমবিরতি পালন করে আসছেন।
এমবি//