ঢাকা, শুক্রবার   ২৩ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ৮ ১৪৩২

উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগ দাবি করলেন রিজভী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৪৯ পিএম, ২২ মে ২০২৫ বৃহস্পতিবার

অতিদ্রুত অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

বৃহস্পতিবার (২২ মে) নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, রাষ্ট্র নিরাপত্তা নিয়ে পরীক্ষা করার সুযোগ নেই। মানবিক করিডরের নামে ড. খলিলুর রহমান বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, দেশকে অনিরাপদ করতে চাচ্ছে। তাই অতিদ্রুত খলিলুর রহমানের পদত্যাগের দাবি করছি।

তিনি বলেন, কিছু কিছু উপদেষ্টার বক্তব্যে মনে হয় তারা ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন। বর্তমান ক্ষমতাসীনরা বিএনপি নেতাদের সঙ্গে অপ্রাসঙ্গিকভাবে সংঘাত করতে চাচ্ছেন।
 
এ সরকারের রাষ্ট্র পরিচালনার সামর্থ্য নিয়ে জনগণের মনে প্রশ্ন তৈরি হয়েছে বলেও জানান তিনি।
 
এ সময় ইশরাককে নিয়ে আদালত যে রায় দিয়েছেন তা জণগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে বলেও মন্তব্য করেন রিজভী।


এমবি//