স্পর্শকাতর বিষয় এড়িয়ে চলার আহ্বান জামায়াত আমিরের
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:২৬ পিএম, ২২ মে ২০২৫ বৃহস্পতিবার | আপডেট: ০২:২৯ পিএম, ২২ মে ২০২৫ বৃহস্পতিবার

সমসাময়িক বিভিন্ন ইস্যুতে আলোচনা-সমালোচনার ঝড় বইছে দেশের রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সব মহলে। সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে নির্বাচন, মানবিক করিডোর, মামলা-গ্রেপ্তার, বন্দর এবং সংস্কারসহ নানা ইস্যুগুলোকে কেন্দ্র করে চলছে যুক্তি আর পাল্টা যুক্তির যুদ্ধ। অন্যদিকে এসব ইস্যুকে ঘিরে কয়েকটি রাজনৈতিক দল ও মহল থেকে অন্তর্বর্তী সরকারের ‘কাজের সীমারেখা’ নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। যা নিয়ে রীতিমতো বাক যুদ্ধের জড়িয়েছে বিএনপি-জামায়াত-এনসিপি ও অন্তর্বর্তী সরকার।
এমনই এক পরিস্থিতিতে জাতীয় স্বার্থে স্পর্শকাতর ও বিতর্কিত বিষয়গুলো সবাইকে এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ আহ্বান জানান তিনি।
পোস্টে জামায়াত আমির লেখেন, জাতীয় স্বার্থে স্পর্শকাতর ও বিতর্কিত বিষয়গুলো আসুন সবাই এড়িয়ে চলি। সংকট উত্তরণে ইতিবাচক ভূমিকা কেবল জাতিকে উপকৃত করবে। নেতিবাচক ভূমিকা কখনোই কল্যাণ বয়ে আনে না।
এমবি//