ঢাকা, শনিবার   ২৪ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১০ ১৪৩২

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৪

একুশে টেলিভিশন,

প্রকাশিত : ০৪:৫৫ পিএম, ২২ মে ২০২৫ বৃহস্পতিবার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি ভাড়া বাসায় রান্না করার সময় গ্যাসে লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন চারজন। 

বৃহস্পতিবার (২২ মে) ভোরে উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন কামরুল হাওলাদার (৩০), আতিক (২৫), সোহাগ (৩২), মো. আফ্রিদী (২৪)। 

এদের মধ্যে আফ্রিদীর শরীরের ৮ শতাংশ, আতিকের ৫ শতাংশ, কামরুলের ৩ দশমিক ৫ শতাংশ এবং সোহাগের ১ দশমিক ৫ শতাংশ দগ্ধ হয়েছে। তারা সবাই স্থানীয় একটি কারখানায় শ্রমিক হিসেবে নিয়োজিত। 

স্থানীয়দের বরাতে ওই কারখানার পরিচালক হিমেল খান জানান, ওই এলাকায় শ্রমিকরা একটি বাসায় ভাড়া থাকেন। বৃহস্পতিবার ভোরে রান্না করার সময় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে চারজন শ্রমিক দগ্ধ হন। তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহতের সবাই শঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। আমরা নিয়মিত তাদের খোঁজ খবর রাখছি।

ফায়ার সার্ভিস আড়াইহাজার স্টেশনের ইনচার্জ রবিউল হাসান বলেন, দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। পরে বিস্তারিত বলা যাবে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। তারা সবাই শঙ্কামুক্ত বলে জানতে পেরেছি।

এসএস//