ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স-এর ব্র্যান্ড অ্যাম্বাসেড ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জয়া আহসান
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৫৩ পিএম, ২২ মে ২০২৫ বৃহস্পতিবার | আপডেট: ০৭:৪৬ পিএম, ২২ মে ২০২৫ বৃহস্পতিবার

বাংলাদেশের শীর্ষ ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
জানা গেছে, সম্প্রতি রাজধানীতে অবস্থিত ওয়ালটনের কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর হয়। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) নজরুল ইসলাম সরকার। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স ইউনিটের চিফ বিজনেস অফিসার (সিবিও) মোস্তফা কামালসহ অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে জয়া আহসান বলেন, দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। ওয়ালটন শুধু দেশে নয়, আন্তর্জাতিক পরিসরেও তাদের উদ্ভাবনী ও মানসম্পন্ন পণ্যের মাধ্যমে খ্যাতি অর্জন করেছে। বিশেষ করে হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স বিভাগে ওয়ালটনের পণ্য এখন দেশের প্রায় প্রতিটি ঘরে ব্যবহৃত হচ্ছে। এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। ওয়ালটন পরিবারকে আন্তরিক ধন্যবাদ জানাই।
ওয়ালটনের সিবিও মোস্তফা কামাল বলেন, জয়া আহসান দেশের গর্ব, তার প্রতিভা ও গ্রহণযোগ্যতা সর্বজনবিদিত। তিনি যেমন অভিনয়ে নির্ভরতা এনেছেন, ওয়ালটনও দেশে তৈরি আন্তর্জাতিকমানের পণ্য দিয়ে গ্রাহকদের আস্থা অর্জন করেছে। জয়া আহসানের সঙ্গে আমাদের এ অংশীদারিত্ব ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে বলেই আমরা বিশ্বাস করি।
ওয়ালটনের পক্ষ থেকে জানানো হয়, এই অংশীদারিত্বের মাধ্যমে ব্র্যান্ডটি তাদের গ্রাহকপ্রিয়তা আরও বাড়াতে এবং পণ্যগুলোর আন্তর্জাতিক প্রচার ও প্রসারে নতুন মাত্রা যুক্ত করবে।
এখন থেকে বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রমে ওয়ালটনের হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স পণ্যের প্রতিনিধি হিসেবে দেখা যাবে অভিনেত্রী জয়া আহসানকে।