জুলাই ফাউন্ডেশনের আয়-ব্যয়ের হিসাব দিলেন মীর স্নিগ্ধ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:২৯ পিএম, ২২ মে ২০২৫ বৃহস্পতিবার

নিজ দায়িত্বকালীন সময়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থনৈতিক কার্যক্রমের হিসাব প্রকাশ করেছেন সংগঠনের সদ্য সাবেক দায়িত্বপ্রাপ্ত মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। বৃহস্পতিবার (২১ মে) রাতে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এই হিসাব তুলে ধরেন।
মীর স্নিগ্ধ জানান, তিনি ৩০ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত ফাউন্ডেশনের দায়িত্বে ছিলেন। তার ভাষ্য অনুযায়ী, আর্থিক স্বচ্ছতা এবং ব্যক্তিগত দায়বদ্ধতার জায়গা থেকে তিনি এই হিসাব প্রকাশ করেছেন। যদিও প্রতি সপ্তাহেই ফাউন্ডেশনের অফিসিয়াল ফেসবুক পেজে আর্থিক আপডেট দেওয়া হতো, তারপরও পূর্ণাঙ্গ আর্থিক চিত্র একসঙ্গে তুলে ধরার প্রয়োজন অনুভব করেছেন তিনি।
প্রকাশিত হিসাব অনুযায়ী, দায়িত্বকালীন সময়ে ফাউন্ডেশনের সেভিংস অ্যাকাউন্টে মোট জমা ছিল ১১৮ কোটি ৪৭ লাখ ৯৪ হাজার ৩০৫ টাকা। এই সময়ে ৬ হাজার ১৯৬ জন ভুক্তভোগীকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে শহীদ পরিবার ৭৫৯ জনকে ৩৭ কোটি ৯৫ লাখ টাকা, আহতদের (প্রথম ধাপের ৫,৪৩৭ জন) ৫৪ কোটি ৭১ লাখ এবং দ্বিতীয় ধাপের ৪২৫ জনকে ৯ কোটি ৫ লাখ টাকা সহায়তা প্রদান করা হয়। সব মিলিয়ে বিতরণকৃত সহায়তার পরিমাণ দাঁড়ায় ১০১ কোটি ৭১ লাখ ৫৯ হাজার ৬৭৯ টাকা। সহায়তা বিতরণের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়েছে বিকাশ, পেমেন্ট অর্ডার এবং ক্রসচেক।
গত ৩০ এপ্রিল ২০২৫ পর্যন্ত ফাউন্ডেশনের মোট স্থিতি ছিল ১৬ কোটি ৩০ লাখ ১৫ হাজার ৪৪৯ টাকা। এর মধ্যে ব্যাংক ব্যালেন্স ১৪ কোটি ৮১ লাখ টাকা এবং বিকাশ ব্যালেন্স প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকা।
মীর স্নিগ্ধ বলেন, এই হিসাবটি তার দায়িত্বকালীন কাজের একটি সংক্ষিপ্ত প্রতিবেদন। পূর্ণাঙ্গ অডিট রিপোর্ট অর্থবছর শেষে অফিসিয়ালভাবে প্রকাশ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
ফেসবুক পোস্টের শেষে তিনি ফাউন্ডেশনের সকল শুভানুধ্যায়ী, সমর্থক এবং অনুসারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, "আপনাদের বিশ্বাস, সহযোগিতা ও প্রশ্নের জন্য ধন্যবাদ।"
উল্লেখ্য, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে রাজনৈতিক সহিংসতায় নিহত ও আহত পরিবারগুলোর পাশে থেকে কাজ করে আসছে। সংগঠনটি মূলত গত বছরের জুলাই মাসে সংঘটিত একাধিক সহিংস ঘটনার স্মৃতিকে ঘিরে গড়ে ওঠা একটি মানবিক উদ্যোগ।
এসএস//