ঢাকা, শনিবার   ২৪ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ৯ ১৪৩২

যে কারণে পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা ড. ইউনূস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৫২ পিএম, ২৩ মে ২০২৫ শুক্রবার

দেশে চলমান রাজনৈতিক টানাপড়েনের মধ্যেও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না। তিনি মনে করেন, এই মুহূর্তে বাংলাদেশের প্রয়োজনের জায়গায় তিনি আছেন, যদিও তার জন্য ক্ষমতা গুরুত্বপূর্ণ নয়।

শুক্রবার (২৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এসব তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি বলেন, “অধ্যাপক ইউনূস পদত্যাগ করছেন না। তিনি মনে করেন, তার ক্ষমতা প্রয়োজন নেই। কিন্তু বাংলাদেশের জন্য ড. ইউনূসের প্রয়োজন আছে।”

ফয়েজ আহমদ আরও জানান, এই সংকটময় সময়ে প্রধান উপদেষ্টা নিজ অবস্থান থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ, সহমত এবং শান্তিপূর্ণ সমাধানে গুরুত্ব দিচ্ছেন।

তিনি সরকারের প্রতি আহ্বান জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও নিবিড়ভাবে এবং নিয়মিতভাবে আলোচনায় বসার জন্য। পাশাপাশি বিরোধী মতামতকে আমলে নেওয়া এবং কোনো প্রকার বিচ্ছিন্নতা এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি।

বিশেষ সহকারী তৈয়্যব মনে করেন, সহনশীলতা ও আলোচনাই এই মুহূর্তে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা রক্ষার মূল চাবিকাঠি।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ড. ইউনূসের পদত্যাগ নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহল ও সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়। রাজনৈতিক অস্থিরতা ও সেনাবাহিনীর সঙ্গে সরকারের টানাপড়েনের প্রেক্ষাপটে তার অবস্থান নিয়ে নানা জল্পনা চলছিল। তবে এই বক্তব্যে অন্তত তার অবস্থান স্পষ্ট হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এসএস//