আমেরিকা থেকে ফিরে বিমানবন্দরে গ্রেপ্তার আ.লীগ নেতা
চট্টগ্রাম (আঞ্চলিক) প্রতিনিধি
প্রকাশিত : ১০:১০ এএম, ২৪ মে ২০২৫ শনিবার | আপডেট: ১০:১৩ এএম, ২৪ মে ২০২৫ শনিবার

আমেরিকা থেকে দেশে ফিরে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন আওয়ামী লীগ নেতা চট্টগ্রামের মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন।
শুক্রবার (২৩ মে) ভোর ৫টায় আমেরিকা থেকে স্ত্রীসহ ফেরার পথে মিরসরাই থানায় করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গিয়াস উদ্দিনের স্ত্রী তাহমিনা গিয়াস জানান, দীর্ঘদিন আমেরিকায় থাকার পর তারা দেশে ফিরছিলেন। বিমান থেকে নামার পরে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে মিরসরাই থানায় খবর দেয়।
পরে পুলিশ তাকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়।
এএইচ