ঢাকা, শনিবার   ২৪ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১০ ১৪৩২

কন্তে জাদুতে চতুর্থ লিগ শিরোপা ম্যারাডোনার নাপোলির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২২ এএম, ২৪ মে ২০২৫ শনিবার

৩৩ বছরের অপেক্ষার পর ২০২২–২৩ মৌসুমে সিরি আ শিরোপা জিতে নাপোলি ফিরেছিল সেরার চূড়ায়। এবার মাত্র এক মৌসুমের বিরতির পর আবারও লিগের সেরা হলো ডিয়েগো ম্যারাডোনার স্মৃতিবিজড়িত এই ক্লাব। 

ডিয়েগো আরমান্দো মারাদোনা স্টেডিয়ামে ক্যালিয়ারিকে ২-০ গোলে হারিয়ে এক মৌসুম পর শিরোপা উল্লাস করেছে গ্লি আজ্জুরি। উত্তেজনায় ঠাসা ম্যাচে নাপোলির জয়ে গোল করেন স্কট ম্যাকটমিনে ও রোমেলু লুকাকু। এই জয়ের মাধ্যমে শেষ তিন মৌসুমে দ্বিতীয়বার লিগ চ্যাম্পিয়ন হলো নাপোলি।

ইতালির শীর্ষ লিগে মৌসুমের শুরু থেকেই নিরঙ্কুশ আধিপত্য ছিল না কারোই। প্রথম দিকে নাপোলি, আতালান্তা ও ইন্টার মিলান নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করেছে। এমনকি উড়ন্ত পারফরম্যান্সে লিগ জয়ের দৌড়ে এগিয়ে গিয়েছিল আতালান্তাই। কিন্তু মৌসুম যতই এগিয়েছে, পথ হারিয়েছে আতালান্তা। একপর্যায়ে লড়াই সীমিত হয়ে পড়ে ইন্টার মিলান ও নাপোলির মধ্যে। দুই দলের মধ্যে পয়েন্টের ব্যবধানও ছিল সামান্য।

গতকাল রাতে দুই দল যখন নিজেদের শেষ লিগ ম্যাচ খেলতে মাঠে নামে, তখন তাদের মধ্যে পয়েন্টের ব্যবধান ছিল ১। অর্থাৎ শেষ ম্যাচে পয়েন্ট হারানোর কোনো সুযোগ ছিল কারোই। তবে নাপোলি জিতলেই চ্যাম্পিয়ন। সে ক্ষেত্রে টানা দ্বিতীয় শিরোপা জিততে না পারার আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হবে ইন্টারকে। কাল ম্যাচ শেষে হয়েছেও তা–ই।

ইন্টার কোমোর বিপক্ষে ম্যাচটি ২–০ গোলে জিতেছে ঠিকই, কিন্তু জয় পেয়েছে নাপোলিও। নেপলসের ডিয়েগো ম্যারাডোনা স্টেডিয়ামে কালিয়ারির বিপক্ষে নাপোলিও জিতেছে ২–০ গোলে। এর ফলে শেষ পর্যন্ত শিরোপা ওঠে তাদের হাতেই। ৩৮ ম্যাচের মৌসুম শেষে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে নাপোলি। সমান ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে লিগ শেষ করল ইন্টার।

কাল নাপোলির শিরোপা জয় নিশ্চিতের পরই গোটা স্টেডিয়াম ফেটে পড়ে উল্লাসে। আলোর ঝলকানিতে উদ্ভাসিত হয় নেপলস শহর। মাঠে উদ্‌যাপন করেছেন খেলোয়াড়েরা আর মাঠের বাইরে শহরজুড়ে উল্লাস করেছেন সমর্থকেরা। তিন মৌসুমের মধ্যে দ্বিতীয় শিরোপা জয় নিশ্চিতভাবে নাপোলির জন্য বিশেষ কিছু, যা বিশেষ হয়েছে নাপোলির কোচ আন্তনিও কন্তের জন্যও।

প্রথম কোচ হিসেবে তিনি ভিন্ন তিনটি ক্লাবের হয়ে ইতালিয়ান শীর্ষ লিগের শিরোপা জিতলেন। ২০১১–১২ ও ২০১২–১৩ মৌসুমে কন্তে শিরোপা জিতেছেন জুভেন্টাসের হয়ে। এরপর ২০২০–২১ জিতেছেন ইন্টার মিলানের হয়ে আর এবার জিতলেন নাপোলির হয়ে।

ম্যারাডোনা, নাপোলি এবং এক অমর ভালোবাসার গল্প  
পাশাপাশি এই মৌসুমে নাপোলির লিগ জেতার পথে নিজেকে যেন নতুন করে খুঁজে পেয়েছেন রোমেলু লুকাকু। নাপোলির হয়ে মৌসুমে সর্বোচ্চ ১৪ গোল করেছেন এই বেলজিয়ান স্ট্রাইকার। পাশাপাশি সহয়তাও করেছেন ১০টি গোলেও। নাপোলির লিগ জয়ের আরেক নায়ক স্কট ম্যাকটমিনে। তাঁর গোলসংখ্যা ১২ এবং গোলে সহায়তা ৭টি। এমনকি সিরি আ–তে মৌসুমসেরা খেলোয়াড়ও হয়েছেন ম্যাকটমিনে।

মৌসুমজুড়ে দারুণ খেলা লুকাকু ও ম্যাকটমিনে কাল রাতেও দলের নায়ক হিসেবে আবির্ভূত হন। পয়েন্ট হারালেই লিগের স্বপ্ন শেষ—এমন সমীকরণে দলের জয়ে গোল দুটি করেছেন দুজন। দুটি গোলই অনেক দিন মনে রাখার মতো।

একই সময়ে নিজ নিজ ম্যাচ খেলতে নেমেছিল নাপোলি ও ইন্টার। ২০ মিনিটে ইন্টার এগিয়ে গেলে চাপে পড়ে নাপোলি। ৪২ মিনিটে সেই চাপ কমান ম্যাকটমিনে। মাতেও পলিতানোর ক্রসে দারুণ এক বাইসাইকেল কিকে গোল করে দলকে এগিয়ে দেন স্কটিশ মিডফিল্ডার। এরপর বিরতি থেকে ফিরে দ্বিতীয় গোলটি করেন লুকাকু। প্রায় মাঝমাঠ থেকে বল ধরে এগিয়ে গিয়ে একক প্রচেষ্টায় গোল করেন। এই দুই গোল ম্যাচের পাশাপাশি গড়ে দেয় লিগের ভাগ্যও।


এমবি//