ঢাকাস্থ শ্রীপুর উপজেলা জাতীয়তাবাদী ফোরামের নতুন কমিটি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:০৪ পিএম, ২৫ মে ২০২৫ রবিবার | আপডেট: ০৪:০৫ পিএম, ২৫ মে ২০২৫ রবিবার

ঢাকায় মাগুরা জেলার জাতীয়তাবাদীদের সংগঠন ঢাকাস্থ শ্রীপুর (মাগুরা) উপজেলা জাতীয়তাবাদী ফোরামের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২৩ মে) রাজধানীর মিরপুরের গ্রীন্ডফিল্ড স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে ফোরামের সদস্যদের উপস্থিতিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে মো. মোশাররফ হোসেন (মুসা) আহ্বায়ক, মো. জাহিদ হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মো. আকরাম হোসেনকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন—মো. শামীম আহমেদ, মো. রফিকুল ইসলাম, কাজী হাসান, সুমন জোয়াদ্দার, মো. সিরাজুল ইসলাম, মো. কামরুল হাসান, শেখ জামাল, পারভেজ মোশাররফ, মো. সুমন হোসেন এবং মো. আলামিন হোসেন।
৫৬ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যরা হলেন- মো. রেজাউল ইসলাম করিম, রেজাবুল ইসলাম বুলবুল, মো. খায়রুল ইসলাম, ফাহিম রেজা প্রিন্স, রয়েল মিয়া, মো. আব্দুল আলিম, মো. জিহাদুল ইসলাম, রাজু মোল্লা, মো. বাহারুল ইসলাম, আবু আজাদ, আল ইমরান প্রিন্স, মো. সাইদুল ইসলাম, মো. মাহাবুব হোসেন, মো. আরিফ বিল্লাহ, হীরন শেখ, আবু হান্নান, শিপন মোল্লা, মিন্টু বিশ্বাস শুভ, রাজু মোল্লা, মো. সুজন মাহামুদ, মাসুদ রানা, মঞ্জুরুল কবির শাহীন, মেহেদী হাসান সেলিম, সজিব হোসেন, ইমরান হোসেন, তৌহিদুল ইসলাম বাবুল, মিয়া শাহীনুর রহমান, মো. সোহাগ হোসেন, মো. মেজবাহ মিয়া মিশু, মাহাদি জামান জ্যোতি, শাহেব আলী, মেহেদী হাসান সুমন, মো. বাকি মিয়া এবং শাহারিয়ার আহমেদ জীবন।
এ ছাড়া ইউনিয়ন প্রতিনিধি হিসেবে মাহাবুল ইসলাম, তানভীর হাসান, মিজানুর রহমান বিশ্বাস, রিয়ন আহমেদ শুভ, সায়াদ ইশমাম আলভী, মেহেদী হাসান, জাওয়াদ মুন এবং জুয়েল হোসেন মনোনীত হয়েছেন।
আয়োজনে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান সোহাগ বলেন, আমাদের এই ফোরাম শুধুমাত্র ঢাকায় মাগুরার অধিবাসীদের একটি ক্লাব নয়; এটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে জাতীয়তাবাদী শক্তির শক্তিশালী আওয়াজ।
তিনি আরও বলেন, আমাদের এই ফোরামের মাধ্যমে সুখ-দুঃখে একে-অপরের পাশে থাকার পাশাপাশি জাতীয়তাবাদী চেতনার স্বার্থ রক্ষায় কাজ করতে হবে।
এর আগে, যুবদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক আলমগীর হাসান সোহান কমিটি ঘোষণা করেন।
এ সময় তিনি বলেন, ঢাকায় শ্রীপুরের জাতীয়তাবাদী কমিউনিটির মধ্যে একে-অপরের সঙ্গে পারস্পারিক যোগাযোগ এবং সহযোগিতা সম্প্রসারিত করার লক্ষ্যে এই ফোরাম প্রতিষ্ঠিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় সব কর্মসূচিতে অংশগ্রহণ ও সমর্থনের পাশাপাশি বিশেষ করে শ্রীপুরে সেবামূলক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত করা হবে আমাদের অন্যতম কাজ, যাতে স্থানীয় পর্যায়ে জাতীয়তাবাদীদের মধ্যে শক্তিশালী ঐক্য গড়ে ওঠে এবং আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যেও জাতীয়তাবাদী দলের প্রতি ভালোবাসা তৈরি হয়।
আলমগীর হাসান সোহান ও মো. মিজানুর রহমান সোহাগ ছাড়াও ফোরামের উপদেষ্টা হিসেবে রয়েছেন মাগুরা জেলা বিএনপির মো. সামছুল আলম, হাফিজুর রহমান, মির্জা ওয়ালিদ শিপন, জাকিদুল ইসলাম বাচ্চু এবং মো. বেনজীর আহমেদ।
এএইচ