ঢাকা, সোমবার   ২৬ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১১ ১৪৩২

ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের দাবি তারেক রহমানের 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:১৯ পিএম, ২৫ মে ২০২৫ রবিবার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে।

রোববার (২৫ মে) লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তারেক রহমানের এই বক্তব্য তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজেও প্রকাশ করা হয়।

তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে দেখা করে রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানিয়েছে। বিএনপির দাবি, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।” 

তারেক রহমান আরও বলেন, “জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জনপ্রশাসন, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কারের দাবি জানাচ্ছি। এই লক্ষ্য অর্জনে আমরা যারা রাজপথে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছিলাম, তারা সমর্থন অব্যাহত রেখেছি।” 

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “দেশে-বিদেশে সম্মানিত, দক্ষ ও যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে জনগণ দেশের ইতিহাসে একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন দেখতে পারবে।” 

উল্লেখ্য, বিএনপি দীর্ঘদিন ধরে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছে। তারেক রহমানের এই বক্তব্য সেই দাবির পুনর্ব্যক্তি হিসেবে দেখা যাচ্ছে।

এসএস//