ঢাকা, সোমবার   ২৬ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১১ ১৪৩২

নির্বাচন নিয়ে গড়িমসি করা হচ্ছে কেন?,  প্রশ্ন রিজভীর 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৪২ পিএম, ২৫ মে ২০২৫ রবিবার

নির্দিষ্ট সময়ে নির্বাচনের দাবি করা কী মহাপাপ—এমন প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নির্বাচন নিয়ে গড়িমসি করা হচ্ছে কেন?

রোববার (২৫ মে) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

রিজভী আহমেদ অভিযোগ করে বলেন, নির্বাচন ইস্যুতে উপদেষ্টাদের সাম্প্রতিক মন্তব্যে মনে হচ্ছে, তারা ইচ্ছাকৃতভাবে বিভিন্ন মহলকে উসকানি দেওয়ার চেষ্টা করছেন। তিনি প্রশ্ন তোলেন, কেন পরিবেশ উপদেষ্টা, যার দায়িত্ব পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন, তিনি সেই কাজ না করে রাজনৈতিক ইস্যুতে কথা বলছেন? রিজভী বলেন, বাস্তবতা হলো—বুড়িগঙ্গা এখন নালা হয়ে গেছে, সীতলক্ষার অবস্থাও করুণ। আমরা বিষাক্ত বাতাসে নিঃশ্বাস নিতে বাধ্য হচ্ছি, অথচ পরিবেশ রক্ষায় কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা নিজেদের নিরপেক্ষ অবস্থান ধরে না রেখে সংকটকে আরও জটিল করে তুলছেন। তারা যদি ব্যক্তিগত বা গোপন এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করেন, তাহলে বিএনপি অবশ্যই তার প্রতিবাদ করবে। জনগণ চায়, সরকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুক—কোনো দলের পক্ষে অবস্থান নেওয়া তাদের কাজ নয়। যদি সেটি হয়, জনগণ তা কখনোই মেনে নেবে না।

বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, ফ্যাসিবাদী শক্তির মদদপুষ্টরা এখনও আড়ালে সক্রিয়। তাই প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার দ্রুত সম্পন্ন করে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সময়ের দাবি।

এসএস//