ঢাকা, সোমবার   ২৬ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১১ ১৪৩২

প্রধান উপদেষ্টা ও প্রধান বিচারপতির বৈঠক নিয়ে নানা গুঞ্জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৩৮ পিএম, ২৫ মে ২০২৫ রবিবার | আপডেট: ০৭:৪০ পিএম, ২৫ মে ২০২৫ রবিবার

সার্বিক পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। রোববার (২৫ মে) বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

সূত্র জানায়, প্রধান বিচারপতি বিকেল ৫টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেন। বৈঠক শেষে বিকেল সাড়ে ৫টার দিকে তিনি যমুনা ত্যাগ করেন।

এদিকে এই বৈঠক এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা চরমে। গতকাল শনিবার (২৪ মে) প্রধান উপদেষ্টা সম্প্রতি বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন। বৈঠকগুলোতে নির্বাচন, বিচার ও সংস্কার ইস্যুতে আলোচনা হয়েছে। 

এছাড়া রোববার (১৫ মে) প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছেন।  ফলে রাজনৈতিক দলগুলো নেতাদের সঙ্গে বৈঠকের আগে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক নিয়ে দেশের রাজনৈতিক মহলে নানা গুঞ্জনের জন্ম দিয়েছে। বিশেষ করে, নির্বাচন, বিচার ও সংস্কার ইস্যুতে চলমান আলোচনা এবং প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনের প্রেক্ষাপটে এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এসএস//