ঢাকা, সোমবার   ২৬ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১১ ১৪৩২

রিয়াল মাদ্রিদে ফিরলেন জাবি আলোনসো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০০ পিএম, ২৫ মে ২০২৫ রবিবার | আপডেট: ০৮:০৬ পিএম, ২৫ মে ২০২৫ রবিবার

রিয়াল মাদ্রিদে ফিরলেন কিংবদন্তি জাবি আলোনসো, তবে এবার আর খেলোয়াড় হিসেবে নয়, তিন বছরের চুক্তিতে ‘লস ব্লাঙ্কোস’-দের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক এই মিডফিল্ডার।

রোববার (২৫ মে) এক অফিসিয়াল বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবটি। এতে জানানো হয়, আগামী ১ জুন ২০২৫ থেকে ৩০ জুন ২০২৮ সাল পর্যন্ত ক্লাবটির প্রধান কোচের দায়িত্ব পালন করবেন আলোনসো।

আনচেলত্তির বিদায়ের পর থেকেই গুঞ্জন ছিল, রিয়ালের ডাগআউটে দেখা যেতে পারে আলোনসোকে। এবার সেই গুঞ্জন সত্যি হলো। আনচেলত্তি এখন ব্রাজিল জাতীয় দলের কোচ, তার জায়গায় ক্লাব বিশ্বকাপ দিয়েই কাজ শুরু করবেন আলোনসো।

বিবৃতিতে রিয়াল জানিয়েছে, আলোনসো রিয়াল মাদ্রিদ ও বিশ্ব ফুটবলের এক কিংবদন্তি। এবার তিনি একজন সফল কোচ হিসেবে ফিরে আসছেন ক্লাবে। বায়ার লেভারকুসেনের হয়ে ঐতিহাসিক সাফল্য এনে দিয়ে তিনি কোচিং ক্যারিয়ারের সূচনাটাই স্মরণীয় করে রেখেছেন।

রিয়াল মাদ্রিদের জার্সিতে ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত ২৩৬টি ম্যাচ খেলেছেন আলোনসো। এই সময়ে তিনি জিতেছেন একাধিক বড় শিরোপা চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, দুটি কোপা দেল রে, ইউরোপিয়ান সুপার কাপ এবং স্প্যানিশ সুপার কাপ।

ফুটবলার হিসেবে আলোনসোর ট্রফিকেসে সাফল্যের ঝলক অনেক আগেই ছিল। লিভারপুলের হয়ে জিতেছেন এফএ কাপ ও কমিউনিটি শিল্ড, বায়ার্ন মিউনিখের হয়ে ঘরে তুলেছেন তিনটি বুন্দেসলিগা, একটি করে জার্মান কাপ ও সুপার কাপ। জাতীয় দলের হয়েও তার সাফল্যের ঝুলিতে রয়েছে বিশ্বকাপ ও দুটি ইউরো জয়ের গৌরব।

কোচিং ক্যারিয়ারেও আলোনসোর যাত্রা চোখধাঁধানো। বায়ার লেভারকুসেনের হয়ে ২০২৩-২৪ মৌসুমে জার্মান বুন্দেসলিগার শিরোপা এনে দিয়ে ক্লাবের ইতিহাস বদলে দিয়েছেন তিনি। চলতি মৌসুমে লিগ চ্যাম্পিয়ন হতে না পারলেও দলকে দ্বিতীয় স্থানে রেখে বিদায় জানান তিনি।

আগামী সোমবার সান্তিয়াগো বার্নাব্যুতে আনুষ্ঠানিকভাবে নতুন কোচ হিসেবে জাবি আলোনসোকে পরিচয় করিয়ে দেবে রিয়াল মাদ্রিদ। এরপর ১৮ জুন ক্লাব বিশ্বকাপে আল হিলালের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে আলোনসোর কোচিং অধ্যায়।

আনচেলত্তির শূন্যস্থান পূরণে ক্লাবের ভরসা এখন সাবেক তারকা ফুটবলার জাবি আলোনসোর উপর। শিরোপা খরায় থাকা রিয়ালকে আবারও সাফল্যের পথে ফিরিয়ে আনাই হবে তার প্রধান চ্যালেঞ্জ।

গতকাল লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ দিয়ে রিয়াল অধ্যায়ের শেষ টানেন ক্লাব ইতিহাসের অন্যতম সফল কোচ কার্লো আনচেলত্তি। দ্বিতীয় দফার মেয়াদসহ রিয়ালের হয়ে ১৫টি শিরোপা জিতেছেন এই ইতালিয়ান।

ডাগআউটে তার উপস্থিতি যেমন কৌশলে পরিপূর্ণ ছিল, তেমনি ড্রেসিংরুমে ছিল ভালোবাসা আর আস্থার বাতাবরণ। বিদায়ের দিন সান্তিয়াগো বার্নাব্যুতে আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়েছিল, প্রমাণ হয়েছিলেন তিনি শুধুই একজন কোচ নন, একজন নেতা, এক অনুপ্রেরণা।

জাবি আলোনসোর কোচিংয়ে রিয়াল মাদ্রিদ কীভাবে বদলে যায়, সেটাই এখন দেখার অপেক্ষা। মাঠে এক সময়ের চৌকস মিডফিল্ডার এবার নিজের মস্তিষ্কের জাদু দেখাবেন ডাগআউটে।


এমবি