ঢাকা, সোমবার   ২৬ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১১ ১৪৩২

দেশে হাইসেন্স এইচভিএসি প্রযুক্তি নিয়ে এলো ফেয়ার ডিস্ট্রিবিউশন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৫ পিএম, ২৫ মে ২০২৫ রবিবার

বাংলাদেশে এখন পাওয়া যাবে হাইসেন্স-এর পরিবেশবান্ধব, শক্তি সাশ্রয়ী ও আধুনিক সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম। চীনের এই আন্তর্জাতিক ব্র্যান্ডটি দেশে নিয়ে এসেছে ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেড। এই উপলক্ষে ঢাকার বনানীতে অলিম্পিয়া হোল্ডিংস লিমিটেডের সঙ্গে ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেডের একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তির আওতায় সাভারের অলিম্পিয়া প্লাজা শপিং মলে ৭১৫-টনের হাইসেন্স VRF (Variable Refrigerant Flow) সিস্টেম বসানো হবে।

ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেড বাংলাদেশে হাইসেন্স VRF সিস্টেমের অনুমোদিত পরিবেশক এবং সেবাদানকারী প্রতিষ্ঠান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইসেন্স HVAC-এর গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট মি. লি ইউবো, ওভারসিজ ডিরেক্টর মি. টনি এবং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মি. অ্যালেন।

মি. লি ইউবো বলেন, “বাংলাদেশ আমাদের জন্য সম্ভাবনাময় বাজার। ফেয়ার ডিস্ট্রিবিউশন-এর সঙ্গে আমরা খুব দ্রুত আমাদের কার্যক্রম তিন গুণ বাড়াতে চাই।”

ফেয়ার গ্রুপ-এর পরিচালক মি. মুতাসিম দাইয়ান বলেন, “হাইসেন্স VRF প্রযুক্তির মাধ্যমে আমরা দেশের আধুনিক ভবন ও বাণিজ্যিক স্থাপনাগুলোতে টেকসই ও স্মার্ট সমাধান দিতে চাই।”

অলিম্পিয়া হোল্ডিংস-এর চেয়ারম্যান মি. জামিল উদ্দিন ও ব্যবস্থাপনা পরিচালক মি. শাকিল উদ্দিন বলেন, “আমরা হাইসেন্স-এর প্রযুক্তি বেছে নিয়েছি কারণ এটি শক্তি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব। বিশ্বজুড়ে সম্মানিত এই ব্র্যান্ড এখন FIFA Club World Cup 2025-এর অফিসিয়াল পার্টনার।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেয়ার গ্রুপ-এর চেয়ারম্যান মি. রুহুল আলম আল মাহবুব, সিএমও মি. মেসবাহ উদ্দিন, হেড অব বিজনেস স্ট্র্যাটেজি মি. রায়ান রহমান, হেড অব HVAC মি. ওসমান গনি পাভেল এবং অলিম্পিয়া হোল্ডিংস-এর ভাইস চেয়ারম্যান মি. আরিফ মোহাম্মদ ও সিইও মি. মোহাম্মদ জাবির।

উল্লেখ্য, ২০২৪ সালে হাইসেন্স HVAC গ্লোবাল পার্টনার কনফারেন্সে ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেড “স্ট্র্যাটেজিক পার্টনার অ্যাওয়ার্ড” অর্জন করে, যা তাদের অগ্রগতি ও অবদানের স্বীকৃতি।

এসএস//