ঢাকা, বৃহস্পতিবার   ২১ আগস্ট ২০২৫,   ভাদ্র ৬ ১৪৩২

আদালতের টয়লেটে পড়ে কামরুল ইসলাম আহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৫৬ পিএম, ২৬ মে ২০২৫ সোমবার

ঢাকার মেট্রোপলিটন দায়রা জজ আদালতের হাজতের টয়লেটের পড়ে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম আহত হয়েছেন।

সোমবার (২৬ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় হাজিরা দিতে এসে এ দুর্ঘটনা ঘটে।

সকাল সাড়ে ৯টার দিকে একটি দুর্নীতি মামলায় সাবেক মন্ত্রী কামরুলকে আদালতে আনা হয়। তাকে আদালতের হাজতে রাখা হয়। সকাল ১১টার দিকে তিনি টয়লেটে গেলে সেখানে পড়ে গিয়ে মাথার পেছনে আঘাত পান। 

বিষয়টি নিশ্চিত করেছেন হাজতের ইনচার্জ শেখ কামাল হোসেন। তিনি জানান, প্রাথমিক চিকিৎসার পর দুপুরে তাকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

অ্যাডভোকেট কামরুল ইসলামের আইনজীবী নাসিম মাহমুদ জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই সাবেক এই মন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। ডায়াবেটিকসহ বার্ধক্যজনিত নানা কারণে শারীরিকভাবে অসুস্থ তিনি।

উল্লেখ্য, সোমবার সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের বিরুদ্ধে দুদকের একটি মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও এদিন প্রতিবেদন দাখিল করেনি দুদক।

এএইচ