সাকিবকে জাতীয় দলে বিবেচনা করা হবে কিনা, যা জানাল বিসিবি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:১৫ পিএম, ২৬ মে ২০২৫ সোমবার

গেল বছর ভারতের বিপক্ষে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর আর লাল-সবুজের জার্সিতে খেলা হয়নি তার। মাঝে দেশের মাটিতে অবসর নিতে চাইলেও তীব্র আন্দোলনের কারণে ফিরতে পারেননি দেশে। পরে বোলিং নিষেধাজ্ঞার কারণে ছিলেন মাঠের বাইরে। সর্বশেষ পাকিস্তান লিগে খেলেছেন লাহোরের হয়ে, জিতেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিও। দীর্ঘদিন পর মাঠে ফিরে অবশ্য সাকিবসুলভ পারফর্ম করতে পারেননি তিনি। সাকিবের মাঠে ফেরার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাকে কী আর দেখা যাবে জাতীয় দলের জার্সিতে।
তবে সাকিবের জাতীয় দলে না থাকা এবং চলতি পাকিস্তান সফরে টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা না পাওয়া ঘিরে নতুন করে শুরু হয় আলোচনা। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ফেরা কি অনিশ্চিত? বিসিবির সঙ্গে কি সম্পর্কের ইতি ঘটেছে?
এসব প্রশ্নের জবাবে আজ সোমবার দুপুরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান ইফতিখার রহমান মিঠু জানালেন, ‘ডেফিনিটলি নট (সম্পর্ক শেষ নয়)।’
তিনি আরও বলেন, ‘সাকিব তো প্রথম টুর্নামেন্ট খেললো (বোলিং অ্যাকশন) শোধরানোর পর। সেটা সামনে দেখার ব্যাপার। তবে সে বিশ্বমানের ক্রিকেটার। যে কোনো দলের জন্য সে একটা সম্পদ। আমাদের নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের বিবেচনায় সবসময় থাকে।’
বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট ইঙ্গিত—সাকিবের ফেরাকে নিয়ে তাড়াহুড়া করতে চায় না তারা। পিএসএলে মাত্র তিনটি ম্যাচ খেলেছেন তিনি। তাই তাঁকে আরও কিছু ম্যাচ খেলতে দিয়ে বোলিং দক্ষতা পর্যবেক্ষণ করেই পরবর্তী সিদ্ধান্ত নিতে চায় বিসিবি।
ইফতিখার মিঠুর কণ্ঠেই মিলেছে সে বার্তা, ‘সাকিব শুধরে যে এলো, এরপর মাত্রই তো দুটি (তিনটি) ম্যাচ খেললো। আরও কয়েকটি ম্যাচ খেলতে দিন, তখন এই প্রশ্নের উত্তর দিতে পারব।’
এদিকে ২৮ মে লাহোরে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সাকিব না থাকায় আবারও আলোচনায় তাঁর ভবিষ্যৎ। তবে বিসিবির বক্তব্যে যা স্পষ্ট, আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের ফেরার দরজা এখনো খোলা। এখন শুধু সময়ের অপেক্ষা।
এমবি//