ঢাকা, বুধবার   ৩০ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৫ ১৪৩২

নিয়ন্ত্রণ হারিয়ে গরুবাহী ট্রাক খালে, নিহত ২ খামারী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:২২ পিএম, ৩১ মে ২০২৫ শনিবার

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গরুবাহি ট্রাক পাশের খালে পড়ে যায়। এতে ২ জন ক্ষুদ্র খামারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন।

শনিবার (৩১ মে) দুপুরে জেলার কালুখালী উপজেলার বাংলাদেশ হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পশ্চিম আবদাপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে রফিকুল ইসলাম (৩০) এবং একই থানার মধুপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে রবিকুল ইমলাম (৪৫)।

এ ঘটনা মারা গেছে ২টি গরু।

রাজবাড়ী পাংশা হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ জানান, শনিবার দুপুরে দেড়টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের জেলার কালুখালী উপজেলার বাংলাদেশহাট এলাকায় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা গরুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালের পানির মধ্যে পড়ে যায়। সে সময় ওই ট্রাকে ১২ জন ব্যবসায়ী ও ক্ষুদ্র খামারি ছিলেন। এতে ঘটনাস্থলেই দুজন ক্ষুদ্র খামারী নিহত হন। আহত হন ৪ জন। 

পুলিশ মরদেহ উদ্ধার করেছে। 

এএইচ