ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ২ ১৪৩২

গাড়িতে ট্রাকের ধাক্কা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক বাপ্পী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৫১ পিএম, ২ জুন ২০২৫ সোমবার

নারায়ণগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। ট্রাকের ধাক্কায় গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও চলন্ত অবস্থায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান এই অভিনেতা।

রোববার (১ জুন) রাত সাড়ে ১১টার সময় যাত্রাবাড়ী ফ্লাইওভারে ওই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রোববার দিবাগত রাতে বাপ্পী নারায়াণগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন। তার গাড়ি যাত্রাবাড়ী ফ্লাইওভারে উঠে স্বাভাবিকভাবে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে একটি ট্রাক সজোরে ধাক্কা মারে। এতে ক্ষতিগ্রস্ত হয় বাপ্পীর গাড়ি। এরপর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ট্রাকটিকে আটক করে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরও করা হয়েছে।

নায়ক বাপ্পী চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশিচত করে বলেন, ‘অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি। আমি এখনো ট্রমার মধ্যে আছি।’

এদিকে শাহিন সুমন পরিচালিত বাপ্পী চৌধুরী অভিনীত নতুন সিনেমা ‘কুস্তিগীর’ মুক্তি পাচ্ছে টেলিভিশনে। এ ছবির গল্প গড়ে উঠেছে বাংলার ঐতিহ্যবাহী কুস্তি খেলার পটভূমিতে। এর শুটিং হয়েছিল গাজীপুর, কুমিল্লা, নরসিংদীসহ দেশের বিভিন্ন লোকেশনে।

সিনেমায় বাপ্পী চৌধুরীর বিপরীতে আছেন জাহারা মিতু। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সাঞ্জু জন, সাবেরী আলম, সুব্রত প্রমুখ।

 

এমবি//