ঢাকা, রবিবার   ১৭ আগস্ট ২০২৫,   ভাদ্র ১ ১৪৩২

হল না ছাড়ার সিদ্ধান্ত ঢামেক শিক্ষার্থীদের, চলবে আন্দোলন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০৬ পিএম, ২১ জুন ২০২৫ শনিবার

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) বন্ধ ঘোষণার পরও কলেজ না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষার্থীরা। আন্দোলন স্থগিত না করে কর্মসূচি চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন তারা। 

শনিবার (২১ জুন) সন্ধ্যায় ঢামেক শিক্ষার্থীরা তাদের এ সিদ্ধান্তের কথা জানান।

এর আগে আজ সকাল থেকে পাঁচ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় মিছিলও করেন তারা। এরপর বিকেলে কলেজ প্রশাসন এক বিজ্ঞপ্তি দেয়। সেখানে ২২ জুন দুপুর ১২টার মধ্যে সব শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। 

তৌহিদুল আবেদীন তানভীর নামে এক শিক্ষার্থী বলেন, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আমরা হল ছাড়ছি না। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কোনো আলোচনা না করে একতরফাভাবে একাডেমিক কার্যক্রম বন্ধ করে আমাদের হল ছাড়ার নির্দেশ দেওয়া সম্পূর্ণ অযৌক্তিক। আমরা অন্যায় করেনি। আমরা আমাদের যৌক্তিক দাবির পক্ষে অবস্থান নিয়েছি।

তিনি আরও বলেন, আন্দোলন দমন করতে প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। অথচ তারা পরিত্যক্ত ভবনে জীবনের ঝুঁকি থাকলেও সেটার বিকল্প ব্যবস্থা করেনি। আমরা এটা মেনে নিচ্ছি না। শান্তিপূর্ণভাবে হলে অবস্থান চালিয়ে যাব আমরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।

এসএস//