ঢাকা, শনিবার   ১৬ আগস্ট ২০২৫,   শ্রাবণ ৩১ ১৪৩২

খামেনির হুমকির পর ইসরায়েলে নতুন হামলা ইরানের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৩৬ পিএম, ২৩ জুন ২০২৫ সোমবার | আপডেট: ০৩:৩৯ পিএম, ২৩ জুন ২০২৫ সোমবার

হুমকি দিয়ে এক্সে খামেনির পোস্টের পরে ইরান নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলে। ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। খবর বিবিসি’র।

ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর মধ্য, দক্ষিণ ইসরায়েল ও জেরুজালেম অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে উঠে।

ক্ষেপণাস্ত্র হামলার কারণে সংশ্লিষ্ট এলাকায় বাসিন্দাদের বোমা আশ্রয়কেন্দ্রে অবস্থান করতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ ইসরায়েলকে হুমকি দিয়ে একটি পোস্ট দেয়ার কয়েক ঘণ্টা পরেই ইসরায়েলে নতুন করে হামলা শুরু করে ইরান।

আয়াতোল্লাহ আলী খামেনি বলেছেন, "জায়নিস্ট শত্রু (ইহুদি শত্রু) একটি বড় ভুল করেছে, একটি বড় অপরাধ করেছে। তাকে শাস্তি পেতে হবে। শাস্তি পাচ্ছে, এখনই তাকে শাস্তি দেওয়া হচ্ছে।”

এএইচ