জুলাই শহীদদের স্মরণে আজ দেশের সব মসজিদে বিশেষ দোয়া
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:২৮ এএম, ১ জুলাই ২০২৫ মঙ্গলবার

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে আজ মঙ্গলবার (১ জুলাই) বাদ জোহর দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে।
ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
জাতীয় পর্যায়ে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ বাদ জোহর বেলা দেড়টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানে শাহাদাত বরণকারী ছাত্র-জনতার রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে মঙ্গলবার বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করার জন্য দেশের সব মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
২০২৪ সালের ১ জুলাই কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে। শিক্ষার্থীদের আন্দোলন ছিল প্রায় ১৬ বছরের স্বৈরতান্ত্রিক আওয়ামী লীগ সরকারের পতনের সূচনাবিন্দু। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পতন হয় সরকারের। এই আন্দোলনে সরকারি বাহিনী ও দলের গুলিতে প্রাণ হারায় সাত শতাধিক ছাত্র-জনতা। আহত হয় আরও প্রায় ২০ হাজার।
এমবি//