দেশে কোন জঙ্গি নাই, আছে ছিনতাইকারী: ডিএমপি কমিশনার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:০৮ পিএম, ১ জুলাই ২০২৫ মঙ্গলবার | আপডেট: ০৩:২১ পিএম, ১ জুলাই ২০২৫ মঙ্গলবার

বাংলাদেশে কোন জঙ্গি নাই, আছে ছিনতাইকারী বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ ( ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
রাজধানীর গুলশানে অবস্থিত হোলি আর্টিজান রেস্তরাঁয় হামলার বর্ষপূর্তিতে মঙ্গলবার (১ জুলাই) এমন মস্তব্য করেন তিনি।
এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, দেশে জঙ্গি নাই, এখন ঠেকাতে হবে ছিনতাই। জঙ্গি থাকলে না জঙ্গি নিয়ে ভাবব।
তিনি বলেন, আওয়ামী লীগের সময় জঙ্গি নাটক সাজিয়ে ছেলেপেলেদের মারছে, কিসের জঙ্গি?
হোলি আর্টিজান হামলা কি তাহলে সাজানো ঘটনা ছিল- এমন প্রশ্নের উত্তরে সাজ্জাত আলী বলেন, ‘ওটা সম্পর্কে আমি জানি না; তবে বাংলাদেশে কোনো জঙ্গি নাই। বাংলাদেশে পেটের দায়ে লোকে ছিনতাই করে।’
২০১৬ সালের ১ জুলাই রাতে ঢাকার গুলশান-২ এ হোলি আর্টিজান বেকারিতে নৃশংস হত্যাযজ্ঞ চালায় বাংলাদেশেরই পাঁচ তরুণ। গুলি চালিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে ১৭ বিদেশি নাগরিকসহ ২০ জনকে তারা হত্যা করে।
নিহতদের মধ্যে নয়জন ইতালির, সাতজন জাপানের, একজন ভারতীয়, দুজন বাংলাদেশি, একজন বাংলাদেশি-আমেরিকান নাগরিক ছিলেন। এর বাইরে হামলা ঠেকাতে গিয়ে নিহত হন দুই পুলিশ কর্মকর্তা।
সেই রাতেই এর দায় স্বীকার করে আন্তর্জাতিক উগ্রবাদী সংগঠন ইসলামিক স্টেট-আইএস। তবে বাংলাদেশের গোয়েন্দারা তা নাকচ করে সে সময় বলেন, বাংলাদেশি জঙ্গিদের একটি সংগঠিত ধারাই এই হামলা চালিয়েছে, যার নাম দেওয়া হয় ‘নব্য জেএমবি’।
হলি আর্টিজান বেকারিতে হামলার দিনটিকে স্মরণ করে প্রতি বছর গুলশান থানায় নিহত দুই পুলিশ কর্মকর্তার স্মরণে নির্মিত ভাস্কর্য ‘দীপ্ত শপথ’-এ পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানাতেন ঊধ্বর্তন পুলিশ কর্মকর্তারা।
গুলশানের ৭৯ নম্বর সড়কের যে বাড়িটিতে বেকারিটি ছিল, সেই ৫ নম্বর বাড়িতে প্রতি বছরের ১ জুলাই ইতালি, জাপান ও মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের শ্রদ্ধা জানানোর রেওয়াজ চালু হয়েছিল।
তবে এবার এ ধরনের কোনো কর্মসূচি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান।
সূত্র: বিডিনিউজ
এসএস//