চকবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত শিক্ষার্থীর মৃত্যু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:৪৯ পিএম, ৩ জুলাই ২০২৫ বৃহস্পতিবার

রাজধানীর চকবাজার থানা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়া এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহতের নাম মো. জুবায়ের হোসেন (২১)। তিনি রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণিতে পড়াশোনা করতেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার রাতে চকবাজারের ইসলামবাগ এলাকায় জুবায়ের হোসেনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারী। পরে পথচারীরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘ছিনতাইয়ের সময় বাধা দিলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য আমাদের একাধিক টিম মাঠে কাজ করছে।’
নিহত জুবায়েরের পরিবার জানায়, রাত সাড়ে ৯টার দিকে বন্ধুদের সঙ্গে দেখা করতে বাসা থেকে বের হন জুবায়ের। কিছুক্ষণ পরই তারা খবর পান, তিনি ছুরিকাঘাতের শিকার হয়ে হাসপাতালে ভর্তি।
এদিকে চকবাজার এলাকায় সাম্প্রতিক সময়ে ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসী দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এসএস//