ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫,   আষাঢ় ২১ ১৪৩২

জুলাই শহীদদের সনদ সম্ভব কিন্তু যোদ্ধাদের সনদ একটু ক‌ঠিন: উপদেষ্টা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৪৯ পিএম, ৪ জুলাই ২০২৫ শুক্রবার | আপডেট: ০৯:৫৫ পিএম, ৪ জুলাই ২০২৫ শুক্রবার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ৫ আগস্ট সাভা‌রে গুলিতে শহীদ শিক্ষার্থী না‌ফিসা হো‌সেন মারওয়ার বাড়িতে গেলেন ম‌হিলা ও শিশু বিষয়ক মন্ত্রণাল‌য়ের উপদেষ্টা শারমীন এস মুর‌শিদ। উপদেষ্টাকে কাছে পেয়ে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

শুক্রবার বিকালে গাজীপুরের টঙ্গীতে উপদেষ্টা শহীদের বাড়িতে যান।

না‌ফিসার এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু মেনে নিতে পারেনি তার পরিবার এবং স্থানীয়রা। 

উপদেষ্টা শারমীন এস মুরশীদ উপস্থিত পরিবারের সদস্য, স্থানীয় লোকজন ও সাংবা‌দি‌কদের উদ্দেশে বলেন, জুলাই মা‌সের ‌আন্দোলনে আমি নি‌জেও মা‌ঠে ছিলাম। আমরা দা‌য়িতত্ব নি‌য়ে‌ছি এক বছর হ‌লো। এত‌দি‌নের ম‌ধ্যে আমরা তা‌দের কা‌ছে যে‌তে পা‌রি‌নি। আমরা যতটুকু অনুদান দি‌তে পে‌রে‌ছি শহীদ না‌ফিসার বাবা তা পে‌য়ে‌ছেন। এখা‌নে আর একজন শহী‌দের বাবা আছেন তি‌নিও অনুদান পে‌য়ে‌ছে। 

উপদেষ্টা বলেন, আমা‌দের বি‌রুদ্ধে অনেক অভিযোগ, আমরা সময়মত শহীদ‌দের পা‌রিবা‌রের কা‌ছে পৌঁছা‌তে পা‌রি‌ছিনা। অনেক দে‌রি‌ হ‌লেও আপ্রাণ চেষ্টা কর‌ছি সবার কা‌ছে পৌঁছা‌নোর। 

শারমীন এস মুরশীদ বলেন, ন‌াফিসার বাবা ও জুলাই কন‌্যা‌দের দা‌বি হ‌চ্ছে সনদ। এখা‌নে শহীদ‌দের সনদ দেওয়া সম্ভব কিন্তু যোদ্ধা‌দের সনদ একটু ক‌ঠিন কারণ যোদ্ধা‌দের সংখ‌্যা বিপুল।

এর আগে সাংবাদিকদের সাথে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন শহীদ না‌ফিসার বাবা আবুল হো‌সেন।

এএইচ