ঢাকা, মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫,   ভাদ্র ১১ ১৪৩২

খেলতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৩১ এএম, ৭ জুলাই ২০২৫ সোমবার

জয়পুরহাটে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

রোববার (৬ জুলাই) বিকেলে  সদর উপজেলার সগুনাচড়া দক্ষিণ দিওর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা জয়পুরহাট সদর উপজেলার সগুনাচড়া দক্ষিন দিওর গ্রামের হারুনুর রশিদ হারুজের ছেলে আবির হোসেন (৬) ও একই গ্রামের হাবিবের মেয়ে হুমাইরা আক্তার (৭)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সগুনাচড়া দক্ষিণ দিওর গ্রামের ওই দুই শিশু দুপুরে খেলার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর ওই গ্রামের একটি পুকুর পাড়ে খেলার এক পর্যায়ে পুকুরের পানিতে পরে ডুবে যায়। 

এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

এএইচ