পদ্মার চার ইলিশ ৪১ হাজার টাকায় বিক্রি
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ১০:২১ এএম, ৮ জুলাই ২০২৫ মঙ্গলবার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া শাকিল সোহান মৎস্য আড়তে পদ্মার ৭ কেজি নয়শ' গ্রামের চার ইলিশ ৪১ হাজার টাকায় বিক্রি হয়েছে।
সোমবার (৭ জুলাই) ভোর রাতে ৫ হাজার টাকা দরে ৩৯ হাজার পাঁচশ' ওই মাছ বিক্রি হয়।
পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করে শ্রীমঙ্গলে লন্ডনপ্রবাসী এক সৌখিন মাছ ক্রেতার কাছে ৫ হাজার দুইশ' টাকা দরে ৪১ হাজার টাকায় বিক্রি করে দেন শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ।
তিনি জানান, ভোর রাতে আমার এক আত্নীয়ের মাধ্যমে খবর পাই ফরিদপুর গোয়ালন্দের মাঝামাঝি কবিরপুর এলাকায় জেলে কবির মোল্লার জালে বড় চারটি ইলিশ মাছ ধরা পড়েছে। পরে ওজন দিয়ে জানা যায় মাছ চারটির ওজন ৭ কেজি ৯শ’ গ্রাম, পরে তার সাথে দরদাম করে পাঁচ হাজার টাকা কেজি দরে কিনে নেই। এরপর বিভিন্ন জায়গায় যোগাযোগ করে লন্ডন প্রবাসী একজন তার পরিবারের জন্য ৫ হাজার দুইশ’ টাকা দরে ৪১ হাজার টাকায় কিনে নেন।
এ সময় তিনি আরও বলেন, ভরা মৌসুমে পদ্মায় মাছ নেই। ইলিশ খুব একটা ধরা পড়ছে না। ফলে এতো দাম হয়েছে।
এএইচ