ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫,   আষাঢ় ২৪ ১৪৩২

জয়দেবপুরে তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৮ এএম, ৮ জুলাই ২০২৫ মঙ্গলবার

গাজীপুরের জয়দেবপুর রেলজংশনে দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। তবে অন্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। 

জয়দেবপুর রেল জংশনের মাস্টার আবুল হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর রেল জংশন আসলে এর ইঞ্জিনটি বিকল হয়ে যায়। এরপর সকাল ৯টা থেকে ওই ট্রেনটি এই জংশনে দাঁড়িয়ে আছে। 

ঢাকা থেকে ট্রেনের ইঞ্জিন এলে ট্রেনটির যাত্রা পুনরায় শুরু হবে বলে জানান জংশন মাস্টার। 

এতে ভোগান্তিতে পড়েছেন ওই ট্রেনের যাত্রীরা। 

জয়দেবপুর জংশনে এই রেললাইনের চারটি লাইন থাকায় অন্যলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এএইচ