ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫,   আষাঢ় ২৭ ১৪৩২

৩২ বছরের বেশি বয়সী চিকিৎসকদের বিসিএসে সুযোগ দেওয়ার নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫১ পিএম, ৯ জুলাই ২০২৫ বুধবার

৩২ বছরের বেশি বয়সী চিকিৎসকদের ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষায় বসার সুযোগ দিতে পিএসসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ আদেশ এ বিষয়ে রিট আবেদনকারীদের জন্যও প্রযোজ্য হবে।

বুধবার (৯ জুলাই) এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন।

চিকিৎসক ঐক্য পরিষদের সভাপতি ডা. মাহফুজুল হক চৌধুরী জানিয়েছেন, রিটকারীদের পরীক্ষায় বসানোর জন্য বলেছেন আদালত। একই সঙ্গে রুলও জারি করেছেন।

এসএস//