ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫,   আষাঢ় ২৮ ১৪৩২

যুবদল নেতাকে গুলির পর রগ কেটে হত্যার ঘটনায় মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৩ পিএম, ১২ জুলাই ২০২৫ শনিবার

খুলনার দৌলতপুর থানা যুবদলের সাবেক সহসভাপতি মাহবুবুর রহমান মোল্লাকে (৪৫) প্রকাশ্য দিবালোকে গুলি করেহত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শনিবার দুপুরে তার বাবা আবদুল করিম মোল্লা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে এ মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী।

এর আগে গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে মহানগরীর দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা পশ্চিম পাড়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন সাবেক যুবদল নেতা মাহবুবুর রহমান মোল্লা। মাহবুব মোল্লা তখন তার নিজ বাসার গেটে প্রাইভেটকার ধোঁয়ামোছার কাজ করছিলেন, ওই কাজে তাকে সাহায্য করছিলেন একই এলাকার ভ্যানচালক গাজী সোলায়মান নামের এক যুবক। এসময় মহেশ্বরপাশা পশ্চিমপাড়া সড়কের দক্ষিণ দিক হতে মোটর সাইকেলযোগে অজ্ঞাতনামা ৩ দুর্বৃত্ত মাহবুবকে লক্ষ্যে করে ৬-৭ রাউন্ড গুলি ছোঁড়ে। গুলি মাহবুবের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে লাগে।

গুলির শব্দ শুনে মাহবুবের সঙ্গে থাকা ভ্যানচালক পালিয়ে গেটের ভেতর গেলে তাকেও লক্ষ্য করে গুলি ছোঁড়ে দুর্বৃত্তরা। তিনি প্রাণে বেঁচে গেলেও মাহবুব গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটে পড়লে দৃর্বত্তরা তার মৃত্যু নিশ্চিত করতে পায়ের দুই রগ কেটে দেয়। সন্ত্রাসীদের গুলি তার বাড়ির প্রাচীর, মূল প্রবেশদ্বারসহ আশপাশের ভবনে গিয়ে লাগে।

মাহবুব মোল্লার বিরুদ্ধে মাদক, মারামারিসহ বিভিন্ন অপরাধে ৮টি মামলা রয়েছে। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের সময় রাম দা হাতে অবস্থান নেওয়ায় মাহবুবুর রহমানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

দৌলতপুর থানার বিএনপির সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন বলেন, ‘আমরা চাই সুষ্ঠু তদন্ত। তদন্তে পুলিশের গতি যাতে বাড়ানো যায় সেই ব্যাপার কাজ করছি। তথ্য প্রযুক্তির এই যুগে হত্যার কারণ পুলিশ সহজেই বের করতে পারে যদি তারা আন্তরিক হয়। যেহেতু তদন্তাধীন বিষয় মন্তব্য করলে তদন্তে বাধাগ্রস্ত হয় এ জন্য এ বিষয়ে মন্তব্য করব না।’

দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী জানান, ‘মাদক বিক্রি নিয়ে প্রতিপক্ষ গ্রুপের সঙ্গে মাহাবুবের দ্বন্দ্ব চলছিল। এর জেরে হামলা কিনা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।’

এদিকে গতকাল শুক্রবার রাতে মহেশ্বরপাশা পশ্চিমপাড়া মসজিদে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি দু’টি বিয়ে করেছেন। তার ঘরে তিন সন্তান রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা যায়।

এসএস//