ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫,   আষাঢ় ২৯ ১৪৩২

আবাসিক হোটেলে পুলিশের অভিযান, ১৩ নারী-পুরুষ আটক

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১০:১৯ এএম, ১৩ জুলাই ২০২৫ রবিবার

আশুলিয়ায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে পুলিশ। এসময় অবৈধ কার্যকলাপের অভিযোগে ১৩ জন নারী-পুরুষকে আটক করা হয়। 

শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ওসি। 

আটককৃতদের মধ্যে ৭ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন। 

এর আগে বিকালে আশুলিয়ার বাইপাইলের হিমালয় গেস্ট হাউজ নামে একটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকালে আশুলিয়ার বাইপাইল হিমালয় গেস্ট হাউজে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ কার্যকলাপের দায়ে ১৩ জন নারী-পুরুষকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আগামীতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

এএইচ