ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫,   আষাঢ় ২৯ ১৪৩২

যুবদল নেতাদের দম্ভোক্তি ‘আমাদের টোল লাগে না’

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৩ পিএম, ১৩ জুলাই ২০২৫ রবিবার

গাড়িতে চড়ে মধ্যরাতে মাওয়া ঘাটে যাচ্ছিলেন পদধারী কয়েকজন যুবদল নেতা৷ সেই আনন্দ ভ্রমণে মদ্যপান করে হৈ-হুল্লোড়ও করতে থাকেন তারা৷ তাদের মধ্যে থাকা ইউনিয়ন যুবদলের সভাপতি নিজেদের সেই যাত্রাটি ফেসবুকে লাইভ করছিলেন৷ 

এমন সময়ে গাড়িটি কুচিয়ামোড়া টোল বক্সের সামনে এলে টোল না দিয়েই বক্সটি পার হন নেতারা৷ এরপরে তাদের দম্ভোক্তি ‘আমাদের টোল লাগে না।’ আর এই পুরো ঘটনাটিই ধরা পড়েছে খোদ ওই যুবদল সভাপতির লাইভেই৷ 

তাদের এই কাণ্ডের ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল৷ 

গত শুক্রবার (১০ জুলাই) রাতের ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজ নিজের লাইভ ভিডিওটি ফেসবুক থেকে মুছে ফেলেছেন৷ যদিও তার লাইভই ডাউনলোড হয়ে ছড়িয়েছে সর্বত্র৷ 

মূলত, মাসুম আহমেদ রাজের নেতৃত্বেই কুতুবপুর ইউনিয়ন যুবদলের ৬নং ওয়ার্ডের সভাপতি মো. রহিমসহ আরও কয়েকজন নেতাকর্মী মাওয়া যাচ্ছিলেন৷ মাতাল অবস্থায় হৈ-হুল্লোড় করতে করতে টোল ফাঁকি দিয়ে তারা বলে ওঠেন, ‘আমাদের টোল লাগে না৷’

এএইচ