ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫,   আষাঢ় ২৯ ১৪৩২

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যায় জুডিশিয়াল কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৩৬ পিএম, ১৩ জুলাই ২০২৫ রবিবার | আপডেট: ০১:৩৭ পিএম, ১৩ জুলাই ২০২৫ রবিবার

ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ সোহাগ হত্যার ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন জুডিশিয়াল কমিশন বা বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট করেছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।

রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন।

রিটে  হত্যাকাণ্ডে সরাসরি জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করতে নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, “নিহতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া এবং আসামিরা যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য স্থল ও বিমান বন্দরগুলোতে রেড অ্যালার্ট জারির নির্দেশনাও চাওয়া হয়েছে।"

"শুনানির জন্য আজ (রোববার) রিটটি হাইকোর্টের একটি বেঞ্চে উপস্থাপন করা হলে আগামীকাল শুনানির জন্য রিটটি আদালতের কার্য তালিকায় আসবে বলে জানানো হয়েছে।”

এর আগে বুধবার পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে পিটিয়ে ও পাথর দিয়ে থেঁতলে হত্যা করা হয় ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে। হত্যার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে।

নিহতের বোন ঢাকার কোতোয়ালি থানায় বৃহস্পতিবার এ হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।

এরই মধ্যে আইন-শৃঙ্খলা বাহিনী এ হত্যা মামলার প্রধান অভিযুক্তসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

এএইচ