রেলক্রসিংয়ে ট্রাক আটকে ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত : ১০:৪৪ এএম, ১৪ জুলাই ২০২৫ সোমবার

গাজীপুরের কালিয়াকৈরে সোনাখালি রেলক্রসিংয়ে ট্রাক আটকে যাওয়ায় ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এর ফলে আশেপাশের স্টেশনে আটকা পড়েছে বেশ কয়েকটি ট্রেন।
সোমবার (১৪ জুলাই) সকাল সোয়া ৮টা থেকে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
জানা যায়, সকালে কালিয়াকৈরের সোনাখালি রেল ক্রসিংয়ে রেললাইনে একটি মালভর্তি ট্রাকের চাকা ফেঁসে যায়। রেকার এনে ট্রাকটি সরানোর চেষ্টা করা হচ্ছে।
হাইটেক রেলস্টেশনের স্টেশন মাস্টার মোঃ খাইরুল ইসলাম জানান, ট্রেন চলাচল বন্ধ থাকায় আশেপাশের স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ে আছে। ট্রাকটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
এএইচ