বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ নারীর মৃত্যু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:৩৯ পিএম, ১৪ জুলাই ২০২৫ সোমবার

বান্দরবানে বৈদ্যুতিক ট্রান্সফরমারে বিস্ফোরণের পর ছিঁড়ে যাওয়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৫-৬ জন।
রোববার (১৩ জুলাই) মধ্যরাতে বান্দরবান-চিম্বুক সড়কের ‘১৩ মাইল’ এলাকার রাংলাই হেডম্যান পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রেংথেন ম্রোর মেয়ে তুমলে (১৭), মৃত পারাও ম্রোর স্ত্রী উরকান (৭১), মৃত মেরাও ম্রোর স্ত্রী রওলেং ম্রো (৩৫)। তারা সম্পর্কে নানি-নাতনি।
পাড়ার বাসিন্দারা জানান, রাতে এলাকার একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার আগুনে পুড়ে যায়। এ সময় বিভিন্ন ঘরে থাকা বিদ্যুৎ–সংযোগে স্ফুলিঙ্গ দেখা দেয়। তখন ঘরের বাতি-ফ্যানের সুইচ বন্ধ করতে গিয়ে তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হন।
সোমবার (১৪ জুলাই) সকালে আহতদের বান্দরবান সদর হাসপাতালে আনা হয়।
এ বিষয়ে বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার গণমাধ্যমকে বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্টে ৩ জন ম্রো নারী মারা গেছেন। এদের মধ্যে একজনকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। অপর দুজনের মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
এএইচ