ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫,   আষাঢ় ৩০ ১৪৩২

সোহাগ হত্যা মামলায় সজিব ও রাজীব ৫ দিনের রিমান্ডে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:০৭ পিএম, ১৪ জুলাই ২০২৫ সোমবার

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে মাথা থেঁতলে হত্যা মামলায় আরও দুইজনকে ৫ দিনের মঞ্জুর করেছে আদালত। তারা হলেন- তারা মামলাত এজাহারনামীয় সজিব বেপারী ও রাজীব বেপারী।

সোমবার (১৪ জুলাই) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া এ আদেশ দেন। 

এদিন আদালতে হাজির করে তাদের প্রত্যেকের ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামান। আসামিপক্ষে কোন আইনজীবী ছিলেন না। পরে আদালত আদেশ দেন।

প্রসঙ্গত, গত বুধবার ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পাথরের আঘাতে হত্যা করে প্রতিপক্ষরা। পরে এ হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়। সরকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এ হত্যার বিচার করার ঘোষণা দিয়েছে।

এসএস//