ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ৩ ১৪৩২

ভারতের বিহারে বজ্রপাতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১৯ জনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:১৭ পিএম, ১৮ জুলাই ২০২৫ শুক্রবার

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে ভয়াবহ বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৯ জন। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন জেলায় এসব মৃত্যুর ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী কার্যালয়।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে এনডিটিভি ও পিটিআইয়ের খবরে বলা হয়, বজ্রপাতের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নালন্দা জেলা, যেখানে একদিনেই ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ভৈরালি জেলায় মারা গেছে ৪ জন, পাটনা ও বাঁকা জেলায় ২ জন করে এবং শেখপুরা, নওয়াদা, জেহানাবাদ, আওরঙ্গাবাদ, জামুই ও সমস্তিপুর জেলায় একজন করে প্রাণ হারিয়েছেন।

বজ্রপাতে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। পাশাপাশি তিনি প্রতিটি পরিবারকে ৪ লাখ রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে আবহাওয়া খারাপ থাকলে বাড়ির বাইরে না যাওয়ার এবং যথাযথ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, চলমান মৌসুমে রাজ্যটিতে বজ্রপাতের আশঙ্কা আরও বাড়তে পারে। জনসাধারণকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

এসএস//