ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫,   শ্রাবণ ৬ ১৪৩২

মিরপুরে ডাকাতি, হাতেনাতে আটক সাবেক দুই সেনা সদস্যসহ ৪ জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৪ এএম, ২১ জুলাই ২০২৫ সোমবার | আপডেট: ০৯:৩৭ এএম, ২১ জুলাই ২০২৫ সোমবার

মিরপুর ডিওএইচএস এলাকায় চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে বাসায় ঢুকে ডাকাতি চালায় একটি চক্র। পরে পালানোর সময় সাবেক দুই সেনা কর্মকর্তাসহ চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করে নিরাপত্তা কর্মীরা। 

এসময় পালিয়ে যায় আরও দুই সেনা সদস্যসহ চারজন। আটকদের মধ্যে একজন লেফটেন্যান্ট ও একজন করপোরাল রয়েছে। 

চারজনকে আটক করেছে পুলিশ। আটকদের কাছ থেকে লুট হওয়া জিনিসপত্র জব্দ করা হয়েছে। ঘটনার পর সন্দেহভাজনদের ধাওয়া করে একটি গাড়ি আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

রোববার বেলা সাড়ে তিনটার দিকে মিরপুর ডিওএইচএসের ১১ নম্বর সড়কের একটি বাসায় ডাকাতির ঘটনা ঘটে। ওই বাড়ির যে ফ্ল্যাটটিতে ডাকাতি হয়েছে, সেটার মালিক একজন অবসরপ্রাপ্ত মেজর। 

আইনশৃংখলা বাহিনীর পরিচয়ে বাসায় ঢুকে ডাকাতির ঘটনার বর্ণনা দেন নাম-পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক নারী। তিনি অভিযোগ করেন, অস্ত্র ও মাদক রয়েছে এই অজুহাতে তল্লাশি চালানোর নামে লুট করা হয় মূল্যবান জিনিসপত্র।

তিনি জানান, পরিস্থিতি বদলে যায় স্থানীয় নিরাপত্তাবাহিনীর সন্দেহ হওয়ার পর। এ সময় ডাকাত দলের চারজনকে হাতেনাতে আটক করা হয়।

আটক ব্যক্তিদের কাছ থেকে পাঁচটি মুঠোফোন, সোনা ও হীরার গয়না, ল্যাপটপ, তিনটি ঘড়ি, কিছু প্রসাধনী ও কয়েকটি ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, পুরো ঘটনা গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে। ডাকাত দলের সঙ্গে কোনো সংগঠিত চক্র জড়িত থাকলে ব্যবস্থা নেয়া হবে।

মিরপুর বিভাগের এডিসি সালেহ্ মুহাম্মদ জাকারিয়া বলেন, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এএইচ