ঢাকা, বুধবার   ২৩ জুলাই ২০২৫,   শ্রাবণ ৭ ১৪৩২

উত্তরায় বিমান দুর্ঘটনায় স্কোয়াড্রন লিডার তৌকির নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:১৮ পিএম, ২১ জুলাই ২০২৫ সোমবার

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় স্কোয়াড্রন লিডার তৌকির নিহত হয়েছেন। দুর্ঘটনায় মাইলস্টোন কলেজের একজন শিক্ষার্থী নিহত হওয়ার খবর আগেই পাওয়া গিয়েছিল। এদিকে এ ঘটনায় শিক্ষার্থীসহ ২৩ জন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন।

সোমবার (২১ জুলাই) দুপুর দেড়টার দিকে উত্তরায় মাইলস্টোন কলেজ এলাকায় এটি বিধ্বস্ত হয়। 

আইএসপিআর জানায়, বিমান বাহিনীর এফ-৭ বিজেআই  প্রশিক্ষণ বিমানটি উত্তরার সেক্টর ১-এর কাছে বিধ্বস্ত হয়েছে। এটি ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। 

এসএস//