মাইলস্টোন ট্রাজেডি: আরও এক শিক্ষার্থীর মৃত্যু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:২৫ এএম, ২৫ জুলাই ২০২৫ শুক্রবার | আপডেট: ১১:২৮ এএম, ২৫ জুলাই ২০২৫ শুক্রবার

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আইমান (১০) মারা গেছে।
শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ফিমেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এফএইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আয়মানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
তিনি জানান, আইমান জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিল। আজ সকাল সাড়ে ৯টায় সে মারা যায়। শিশুটির শরীরে ৪৫ শতাংশ দগ্ধ ছিল।
এদিকে বুধবার (২৩ জুলাই) ৩২ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে আইএসপিআর। তবে বৃহস্পতিবার (২৪ জুলাই) বার্ন ইনস্টিটিউটে দুই শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আর আজ নতুন করে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
এই হিসেবে মৃতের সংখ্য বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে।
গত সোমবার (২১ জুলাই) দুপুরে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই সামরিক বিমান দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়েছে, যাদের বেশির ভাগই শিশু।
এএইচ