অ্যাতলেটিকো ছেড়ে মেসির মায়ামিতে রদ্রিগো ডি পল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:২৮ এএম, ২৬ জুলাই ২০২৫ শনিবার

আতলেতিকো মাদ্রিদ ছেড়ে রদ্রিগো ডি পলের ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার খবর বেশ কিছুদিন ধরেই ছিল আলোচনায়। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হলো। শনিবার (২৬ জুলাই) বাংলাদেশ সময় সকালে এক আনুষ্ঠানিক বিবৃতিতে ডি পলের মায়ামিতে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।
আর্জেন্টাইন এই মিডফিল্ডার ২০২৫ সালের মেজর লিগ সকার (এমএলএস) মৌসুমে ইন্টার মায়ামিতে ধারে খেলবেন। তবে চুক্তিতে রয়েছে স্থায়ীভাবে ২০২৯ সাল পর্যন্ত তাকে দলে রাখার সুযোগ। এর আগে ২০২১ সালে উদিনেস থেকে আতলেতিকো মাদ্রিদে যোগ দেন পল।
ডি পল শুধু দক্ষ ফুটবলারের নাম নয়, তিনি লিওনেল মেসির সবচেয়ে আস্থাভাজন সতীর্থদের একজন। জাতীয় দলের জার্সিতে মেসির সঙ্গে খেলেছেন ৬২ ম্যাচ। ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পাশাপাশি জিতেছেন দুটি কোপা আমেরিকা। মাঠের ভেতরে-বাইরে মেসির পাশে ছায়ার মতো থাকা এই মিডফিল্ডারকে অনেকেই ভালোবেসে ডাকেন ‘মেসির দেহরক্ষী’ নামে।
এবার জাতীয় দলের সেই চেনা সঙ্গীকে ক্লাবেও পাচ্ছেন মেসি। ইন্টার মায়ামির জার্সিতে একসঙ্গে নামতে চলেছেন দুইজন। আর্জেন্টিনার জাদুকর ও তার বিশ্বস্ত সহচরের এই পুনর্মিলন মায়ামি ভক্তদের জন্য নিঃসন্দেহে বড় এক আনন্দঘন মুহূর্ত।
মেসির ‘দেহরক্ষী’র পাশাপাশি দি পল সময়ের অন্যতম সেরা মিডফিল্ডারদেরও একজন। মাঠ ও মাঠের বাইরে নিরলস পরিশ্রমের কারণে তাকে ‘এল মোটরসিতো’ বা ‘ছোট ইঞ্জিন’ বলেও ডাকা হয়।
মায়ামি জানিয়েছে, পি-১ ভিসা ও আইটিসি (আন্তর্জাতিক ট্রান্সফার সনদ) পাওয়া সাপেক্ষে মায়ামির অনুশীলনে যোগ দেবেন ডি পল। পাশাপাশি চেজ স্টেডিয়ামে আগামীকাল ভোরে সিনসিনাটির বিপক্ষে ম্যাচ শুরুর আগে ডি পলকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ক্লাবটি।
মায়ামিতে যোগ দেওয়ার প্রতিক্রিয়ায় ডি পল বলেছেন, ‘আমার ইন্টার মায়ামিতে আসার পেছনে কারণ হলো, লড়াই করা, শিরোপা জেতা এবং ক্লাবের ইতিহাসে নিজের নাম লেখানো। এই ক্লাবটি বড় কিছুতে পরিণত হতে যাচ্ছে, যার ইতিহাসও অনেক দীর্ঘ হবে। অসংখ্য মানুষ এই অসাধারণ দলকে অনুসরণ করবে।’
মায়ামির মালিক হোর্হে মাস বলেছেন, ‘আমাদের লক্ষ্য হলো এমন একটি দল গঠন করা, যা আমাদের সমর্থকদের স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করে। রদ্রিগোর মতো একজন খেলোয়াড়কে দলে নিতে পেরে আমরা দারুণ উচ্ছ্বসিত। সে একজন বিশ্ববিজয়ী খেলোয়াড়। তার আকাঙ্ক্ষা ও আমাদের লক্ষ্যের মধ্যে মিল রয়েছে। আমরা একসঙ্গে এই লক্ষ্য অর্জনে উন্মুখ।’
মায়ামির সহমালিক ও ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহ্যাম বলেন, ‘রদ্রিগো এমন একজন খেলোয়াড়, আমি বহু বছর ধরে যার গুণমুগ্ধ। তিনি একজন নেতা, যিনি তার দলকে অনেক কিছু দিয়েছেন, বিশেষ করে আর্জেন্টিনা জাতীয় দলকে। আরেকজন বিশ্বকাপজয়ী খেলোয়াড়কে ইন্টার মায়ামি ও এমএলএস-এ পেয়ে আমি রোমাঞ্চিত।’
এমনি//