ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

যশোর ছাত্র ফোরামের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৩ পিএম, ২৬ জুলাই ২০২৫ শনিবার | আপডেট: ০৯:৩৬ পিএম, ২৬ জুলাই ২০২৫ শনিবার

ঐতিহাসিক জুলাই-আগস্ট ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ যশোর জেলার শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ জাবির, তৌহিদুল ইসলাম ও আব্দুল্লাহসহ সকল শহীদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) রাজধানীর খামারবাড়ি কেআইবি কমপ্লেক্সে এই কর্মসূচির আয়োজন করে ঢাকাস্থ যশোর জেলা ছাত্র ফোরাম।

ছাত্রকল্যাণমূলক ও স্বেচ্ছাসেবী সংগঠন যশোর জেলা ছাত্র ফোরাম-ঢাকা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত যশোর জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত। এদিনের অনুষ্ঠানে সংগঠনের সভাপতি কৃষিবিদ আলমগীর কবির সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন মো. রোকন উদ্দিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গণঅভ্যুত্থানে প্রাণ দেওয়া শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। তাদের আত্মত্যাগ স্মরণ করে নতুন বাংলাদেশ গঠনে তরুণদের ঐক্যবদ্ধ হতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ আলমগীর কবির ও সঞ্চালনা করেন মোঃ রোকন উদ্দিন।  দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এইচ এম এম তারিক হোসেন, সুপ্রিম কোর্টের সহকারী এ্যাটার্নি জেনারেল নুরে আলম সিদ্দিকী, উজ্জ্বল হোসেন, কেন্দ্রীয় যুবদলের সবেক সহ সম্পাদক মহিউদ্দিন রাজু, ঢাকা মহানগর ছাত্রদলের সাবেক আহবায়ক  খালিদ হাসান জ্যাকি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি মোঃ ফরিদ খান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এমদাদুল হক সোহান, কেন্দ্রীয় মহিলা দল নেতা মোছাঃ তহমিনা বেগম, বিশিষ্ট সাংবাদিক নেতা জাহিদুল ইসলাম সুমন, যশোর জেলা সমিতির দপ্তর সচিব ইঞ্জিঃ মনিরুজ্জামান রকি, ব্যাংক কর্মকর্তা ফয়সাল হোসেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা খলিলুর রহমান সম্রাট, ইঞ্জিঃ নওয়াজীস ইসলাম রিয়েল, কেন্দ্রীয় ছাত্রদল নেতা মোতাচ্ছিম বিল্লাহ অপু, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি মুন্নি খাতুন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজু পারভেজ, রায়হান অপু, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাবরিন আহমেদ, দ্বীপ মন্ডল, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৈয়দ আল সাদ, লাবিব মুসাব্বির, আব্দুল্লাহ আল নোমান, ঢাকা কলেজের শিক্ষার্থী মাহমুদুল হাসান শোভন, তিতুমীর কলেজের শিক্ষার্থী মেশকাত শরীফ, সাকিব জামান, বাংলা কলেজের শিক্ষার্থী আল মামুন হোসেন, তেজগাঁও কলেজের শিক্ষার্থী হাসিব জামামন ইমন, বাসেত আলী পিয়াস, হাসিবুল হাসান শান্ত সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, বাংলা কলেজ, তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত এবং সাবেক শিক্ষার্থীবৃন্দ।