ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ৪০৯
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:২৯ পিএম, ২৭ জুলাই ২০২৫ রবিবার

দেশে গত একদিনে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪০৯ জন।
এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৭৬ জনের মৃত্যু হল। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫২৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের রোববারের বুলেটিনে বলা হয়েছে, আগের ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং একজন রাজশাহী বিভাগীয় এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে সবচেয়ে বেশি ৩৪ জনের মৃত্যু হয়েছে ২৬ জুলাই পর্যন্ত। সবচেয়ে বেশি ৯২৩৩ জন রোগী হাসপাতালে ভর্তিও হয়েছেন এ মাসে।
গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৮৬ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা সিটি করপোরেশন এলাকায়। এছাড়া ঢাকা বিভাগে ৬৭ জন, বরিশাল বিভাগে ৭৬৪ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন, চট্টগ্রাম বিভাগে ৭২ জন, খুলনা বিভাগে ২৮ জন, রাজশাহী বিভাগে ৫১ জন, রংপুর বিভাগে ১৬ জন এবং সিলেট বিভাগে একজন রোগী ভর্তি হয়েছেন।
নতুন রোগীসহ ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১২৩০ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৭১ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ৮৫৯ জন।
দেশে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১১ জন হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ৫৭৫ জনের। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। আর মৃতের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ।
এসএস//