যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধি, মোদির কূটনৈতিক ব্যর্থতা: রাহুল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:৫৩ পিএম, ১ আগস্ট ২০২৫ শুক্রবার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণাকে ‘কূটনৈতিক ব্যর্থতা’ হিসেবে আখ্যা দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোদি সরকারের বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা করেন তিনি।
রাহুল বলেন, সরকার দেশের অর্থনীতি, প্রতিরক্ষা এবং বৈদেশিক নীতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। আজ আমরা বিশ্বমঞ্চে নিঃস্ব, মর্যাদাহীন।
তিনি বলেন, ট্রাম্পের এই সিদ্ধান্ত কেবল ভারতকে অন্য বাণিজ্য অংশীদারদের চেয়ে বেশি কঠোরভাবে লক্ষ্যবস্তু করছে না, বরং এটি ভারত-যুক্তরাষ্ট্র কৌশলগত অংশীদারিত্বকেও বিপন্ন করে তুলছে। দীর্ঘদিন ধরে চলা বাণিজ্য আলোচনাও এবার ভেস্তে যাওয়ার ঝুঁকিতে পড়েছে।
উল্লেখ্য, ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ১ আগস্ট থেকে ভারতের আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর হবে। একইসঙ্গে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ও BRICS জোটে সক্রিয় অংশগ্রহণের জন্যও ভারতের বিরুদ্ধে অতিরিক্ত শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে।
এ প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ট্রাম্পের বক্তব্যের প্রভাব পর্যালোচনা করছে এবং ভারতের স্বার্থ নিশ্চিত করে একটি ন্যায্য বাণিজ্য চুক্তির লক্ষ্যে কাজ করছে।
আর দেশটির অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক কূটনীতির এমন সংকটময় মুহূর্তে ভারতের অবস্থান ও প্রস্তুতির অভাব দেশটির বৈশ্বিক গ্রহণযোগ্যতা ও আস্থাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।